চন্দনাইশ প্রতিনিধি
চন্দনাইশ থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে হত্যা, মাদক, নিয়মিত মামলায় ৩জন আসামীকে আটক করে। গত ২৬ জানুয়ারি দিবাগত গভীর রাত থেকে ভোর রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বৈলতলী থেকে হত্যা মামলার আসামি মো. রফিক, মাদক মামলার আসামি পূর্ব চন্দনাইশ চৌধুরী পাড়া আমির আহমদের ছেলে মো. ওয়াসিম,নিয়মিত মামলার আসামি বৈলতলী আবদুল মোনাফের ছেলে মো. রিয়াদ হোসেনকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত আসামীদের গতকাল ২৭ জানুয়ারি আদালতে প্রেরণ করেছেন বলে জানিয়েছেন ইন্সপেক্টর (তদন্ত) যুযুৎস যশ চাকমা।