চন্দনাইশে পথচারী ও বাইক আরোহী নিহত

2

চন্দনাইশ প্রতিনিধি

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ উপজেলার হাশিমপুর বাইন্না পুকুর এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও ১ জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টায় ও বিকাল ৫ টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাড়কের চন্দনাইশ বাইন্না পুকুর পাড় এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন নিখিল পাল (৪৬) ও মো. ইকবাল হোসেন (৩০)। আহত ব্যক্তির নাম মো. জাবেদ (২৮)।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে সড়ক পারাপারের সময় একটি মাইক্রোবাসের ধাক্কায় নিখিল পাল (৪৬) গুরুতর আহত হন। তাকে মূমুর্ষ অবস্থায় দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি চন্দনাইশের হাশিমপুরের পাল পাড়া এলাকার বিপদ রঞ্জন পালের ছেলে বলে জানা গেছে।
অপরদিকে বিকাল ৫টায় একইস্থানে চট্টগ্রাম অভিমুখী যাত্রীবাহী ঈগল বাসের সাথে দোহাজারী অভিমুখী মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষ ঘটে। এতে দুই বাইক আরোহী গুরুতর আহত হন। তাদেরকে মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা বিজিসি ট্রাস্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহত মো. ইকবাল হোসেন (৩০) কে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় আহত বাইক আরোহী মো. জাবেদ (২৮) কে হাসপাতালে ভর্তি করা হয়। উভয়ে এনজিও সংস্থা ব্যুরো বাংলাদেশ এর কর্মকর্তা বলে জানা যায়। তাদের দু’জনের বাড়ি টাঙ্গাইলে।
হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মাহবুব আলম দুর্ঘটনার তথ্য স্বীকার করে জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত গাড়ি ২টি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ঈগল বাসের চালক ও হেলপার পলাতক রয়েছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি ধুমড়ে মুচড়ে গেছে। নিহতদের সুরতহাল প্রস্তুত করে পরবর্তী আইনী প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে বলে জানান তিনি।