চন্দনাইশে নিয়োগপ্রাপ্ত কনস্টেবলকে ফুল দিয়ে বরণ

28

বর্তমান সরকারের স্বচ্ছ নিয়োগের কারণে কনস্টেবল পদে চন্দনাইশ উপজেলার ১’শ ৩ জন নিয়োগপ্রাপ্তদেরকে ফুল দিয়ে এবং মিষ্টিমুখ করে বরণ করেছেন চন্দনাইশ থানা অফিসার ইনচার্জ কেশব চক্রবর্তী। গত ১৯ জুলাই বিকালে এ উপলক্ষ্যে এক সভা থানা মাঠে অফিসার ইনচার্জ কেশব চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্টিত হয়। এতে আলোচনায় অংশ নেন- ইনস্পেক্টর (তদন্ত) মাহবুবুল আলম আকন্দ, চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি মো. দেলোয়ার হোসেন, এসআই যথাক্রমে মোজাম্মেল হক, মো. আতিক উল্লাহ, খাজু মিয়া। তাছাড়া নিয়োগপ্রাপ্তদের মধ্য থেকে অনুভুতি প্রকাশ করেন সানজিদা সুলতানা আঁখি, রেশমি আকতার, রাজ¯্রী সেন, নয়ন নাথ, মো. ইসমাঈল, অভিভাবক জাহাঙ্গীর আলম প্রমূখ।
অনুভূতি প্রকাশ করতে গিয়ে সানজিদা বলেছেন, তার পিতা একজন রিক্সা চালক, ৬ বোন ১ ভাই, সবাই পড়া লেখায় আছে। অভাবের সংসারে অতি কষ্টে চলছিল তাদের জীবন। এ মূহুর্তে মাত্র ১’শ টাকার বিনিময়ে চাকরি পাওয়ার অনুভুতির কথা বলতে গিয়ে আবেগে কান্নায় ভেঙ্গে পড়ে। দূর্গম পাহাড়ি এলাকা ধোপাছড়ির রেশমি আকতার বলেছেন, তার পিতা দীর্ঘ ৩ বছর ধরে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে সংসারে অভাব অনটনের মাধ্যমে জীবন চলছিল। সে মুহূর্তে প্রধানমন্ত্রীর টেলিভিশনে বক্তব্য শুনে ১’শ টাকা খরচ করে চাকরি পাওয়ায় আবেগে সেও কেঁদে ফেলে এবং প্রধান মন্ত্রী, আইজিপি, চট্টগ্রামের পুলিশ সুপারের নিকট তিনি এবং তার পিতা কৃতজ্ঞতা প্রকাশ করেন। চন্দনাইশ পৌরসভার পূর্ব জোয়ারার নয়ন নাথ তার বক্তব্যে বলেন, মা মানসিক রোগী, ছোটকালের বাবাকে হারিয়ে নানীর কাছে বড় হয়ছে। তাদের পরিবারে অভাবের কারনে পার্শবর্তী বাড়িতে রোজিং থেকে এসএসসি পাশ করে গার্মেন্টসে চাকরি নেয়। কনস্টেবল নিয়োগের সংবাদ পেয়ে ১’শ টাকায় দরখাস্ত করে নিয়োগ পেয়েছে। থানা অফিসার ইনচার্জ কেশব চক্রবর্তী বলেছেন, সারা চট্টগ্রামে ১ হাজার কনস্টেবল নিয়োগে চন্দনাইশে ১’শ ৩ জন তাদের যোগ্যতা বলে এসেছে। এখানে অধিকাংশই নিরীহ অভাবি পরিবারের সন্তান। তাদেরকে যোগ্যতার ভিত্তিতে প্রায় আড়াই লক্ষ পুলিশের সহযোগী হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তিনি বলেন, পুলিশ বাহিনী স্বাধীনতা যুদ্ধে প্রথম প্রতিরোধ করে এবং প্রথম শহিদ হন পুলিশ। তাই পুলিশের চাকরি গৌরবের। তবে পুলিশের সুনামের পাশাপাশি দুর্নাম ও রয়েছে। তার থেকে শিক্ষা নিয়ে চাকরি জীবনে সফলতা ও সততার সহিত এগিয়ে গেলে পদোন্নতি পেয়ে উচ্চ পদস্থ কর্মকর্তা হওয়ার ও সুযোগ রয়েছে বলে তিনি জানান।