চন্দনাইশে নারী, শান্তি ও নিরাপত্তা কমিটির সভা

1

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৩২৫ রেজুলেশন এর ভিত্তিতে নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক জাতীয় কর্ম পরিকল্পনা বাস্তবায়নের উদ্দেশ্যে গঠিত চন্দনাইশ উপজেলা স্টিয়ারিং কমিটির দ্বিতীয় সভা গত ১৯ ডিসেম্বর গাছবাড়ীয়া কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন সৌরিতা জাগ্রত মহিলা সমিতির সভাপতি ও স্টিয়ারিং কমিটির সদস্য সঞ্চিতা বড়ুয়া, পরিচালনা করেন বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) চট্টগ্রাম কেন্দ্রের কেন্দ্র ব্যবস্থাপক ফেরদৌস আহম্মদ এবং চন্দনাইশ স্টিয়ারিং কমিটির সমন্বয়ক উন্নয়ন কর্মকর্তা এস এম এরশাদুল করিম। সভায় চন্দনাইশ উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরী, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর আকতার সানজিদা জাফর পপি, বাংলাদেশ শিক্ষক সমিতি চন্দনাইশ উপজেলার সহ-সভাপতি জাফর আহমদ, উপজেলা শিল্পকলা একাডেমির সদস্য সৈয়দ শিবলী ছাদেক কফিল, পল্লী প্রগতি সংস্থার নির্বাহী পরিচালক মো. নুরুল হক, ওডেফের এরিয়া অফিসার মো. মাহমুদুল হক, বরকল ইউপি সদস্য আয়েশা আকতার আজাদী, চন্দনাইশ পৌরসভার সাবেক কাউন্সিলর হাসনারা বেগম, সাবেক কাউন্সিলর কোহিনুর আকতার ও প্রতিবেদক উম্মে হাবিবা জেরিন উপস্থিত ছিলেন। সভায় অংশগ্রহণকারীদের বক্তব্য শুনেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনামূলক মতামত প্রদান করেন বিএনপিএস এর পরিচালক শাহনাজ সুমি, উপ-পরিচালক নাসরিন বেগম ও জিএনডাব্লিউপি এর বাংলাদেশের প্রতিনিধি পাহিমা আহমেদ। বিজ্ঞপ্তি