চন্দনাইশে দোহাজারী বৈদ্যুতিক সার্ভিস লাইন থেকে পড়ে আহত ১

23

চন্দনাইশ উপজেলা দোহাজারী সদরস্থ এশিয়া ব্যাংকের সামনে বিদ্যুৎ বিভাগের ১১ হাজার ভোল্ডের লাইনে কাজ করার সময় পিটকে পড়ে। বিদ্যুৎ বিভাগের অস্থায়ী লাইনম্যান কবির আহমদ আহত হয়। গত মঙ্গলবার বিকালে দোহাজারী সদরস্থ এশিয়া ব্যাংকের সামনে বিদ্যুৎ বিভাগের ১১ হাজার ভোল্ডের লাইনে কাজ করার সময় কবির আহমদ নামের এক অস্থায়ী লাইনম্যান প্রায় ১শ ফিট উপর থেকে পিটকে আহত হয়। তাহাকে মুমূর্ষ অবস্থায় চন্দনাইশ দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতব্যরত ডাক্তার প্রাথমিক চিকিৎসার পর চমেক হাসপাতালে প্রেরণ করে। প্রত্যক্ষদর্শীরা জানান লাইন চালু থাকা অবস্থায় ফিউচ লাগানোর সময় বিদ্যুৎ বৃষ্ট হয়ে নিচে পড়ে যায়।
সে দোহাজারী বিদ্যুৎ বিভাগের অস্থায়ী লাইনম্যান হিসেবে কাজ করে বলে জানা যায়। চন্দনাইশ দোহাজারী নাছির মোহাম্মদ পাড়ার মৃত আহমদ মিয়ার ছেলে। এ ব্যাপারে দোহাজারী বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলির সাথে মোবাইলে সংযোগ না পাওয়াতে বক্তব্য নেয়া সম্ভব হয় নাই।