চন্দনাইশ প্রতিনিধি
“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গত ২৯ মে চন্দনাইশে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান চন্দনাইশ সদরস্থ ফাতেমা জিন্নাহ বালিকা বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়। ৩’শ শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিব হোসেন। শিক্ষিকা তানিয়া নুরুর সঞ্চালনায় অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর উপ-পরিচালক মোহাম্মদ আহসানুল কবির পলাশ, আলোচনায় অংশ নেন- ব্যবসায়ী আব্দুল মন্নান, উপজেলা একাডেমিক সুপার ভাইজার বিপিন চন্দ্র রায়, প্রধান শিক্ষক ওসমান আলী, বিজয়ানন্দ বড়ুয়া প্রমুখ। বক্তাগণ বলেন, নীতি-আদর্শবান লোকের সংখ্যাই বেশি। কিন্তু দুষ্টলোকের ক্ষমতা বেশি। তারাই সমাজকে দাবিয়ে রাখতে চায়। রাজনীতির ক্ষেত্রেও আদর্শবান এবং ত্যাগীরা থাকে অবহেলিত। আত্মসম্মান এবং অভিমান তাদের বড় সম্পদ। দুর্নীতির এই দুষ্ট ক্ষত থেকে রাষ্ট্র এবং সমাজকে রক্ষা করতে হলে আমাদেরকে প্রথমত নিরপেক্ষভাবে আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতেই হবে। দুর্নীতি এমন একটি শব্দ, যার পক্ষে নীতিগতভাবে পৃথিবীতে আজ পর্যন্ত কোনো মানুষ দাঁড়িয়েছে বলে আমার জানা নেই। মানবসভ্যতার সমবয়সি দুর্নীতি মনুষ্যজীবনের সব নেতিবাচক কর্মের চালিকাশক্তি। আকণ্ঠ দুর্নীতিতে নিমগ্ন ব্যক্তিও বলেন- ‘আমি দুর্নীতিকে ঘৃণা করি’। আসলে দুর্নীতির পক্ষে কোনো যুক্তি নেই- নৈতিক অবস্থান নেই।