চন্দনাইশে দুই বেকারিকে ২০ হাজার টাকা জরিমানা

1

চন্দনাইশ প্রতিনিধি

চন্দনাইশে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি, উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণ, তারিখবিহীন পণ্য বিক্রি করার দায়ে ২ বেকারিকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা।
গত ২৫ জুন সন্ধ্যায় উপজেলার বৈলতলী ও বাগিচাহাট এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি, উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণ, তারিখবিহীন পণ্য বিক্রি করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় অনিক ফুড বেকারিকে ১৫ হাজার, ফুড কনফেকশনারি আ্যন্ড সুইটসকে ৫ হাজার টাকাসহ ২০ হাজার টাকা জরিমানা করেন। অভিযান পরিচালনাকালে স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মাজেদা বেগম, উপজেলা ভূমি অফিসের নাজির আরিফুল হক, এ.এস.আই জাহের সহ চন্দনাইশ থানা পুলিশের একটি টিম এবং ভূমি অফিসের কর্মচারীগণ সহায়তা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লেমেসি চাকমা বলেছেন, ব্যবসা প্রতিষ্ঠানে নোংরা, অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি, উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণ তারিখবিহীন বেকারি পণ্য বিক্রি করে আসছিল ব্যবসায়ীরা। যা মানুষের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ, ভোক্তাদের স্বাস্থ্য ঝুঁকি এড়াতে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।