চন্দনাইশ থানা পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিস্ফোরক দ্রব্য আইনে বিএনপির ১, এলডিপির ২ নেতাসহ ১ সাজাপ্রাপ্ত আসামিকে আটক করেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে চন্দনাইশ থানা পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিস্ফোরক দ্রব্য আইনে সাতবাড়িয়া বিএনপি’র সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম (৪৮), একই ইউনিয়নের মোহাম্মদখালীর এলডিপি নেতা ফরিদুল আলম (৪৬) কে আটক করে। গতকাল শুক্রবার আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়।
জানা গেছে, বৃহস্পতিবার রাতে বৈলতলী এলাকার মৃত সমদ মিয়ার ছেলে ইউনিয়ন এলডিপি’র সভাপতি এনামুল হক এনাম (৬০) কে আটক করে পুলিশ। এছাড়াও ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি পশ্চিম বৈলতলীর মৃত আলী আহমদের ছেলে আনোয়ারুল ইসলাম (৬১) কে গ্রেপ্তার করে পুলিশ। তাদেরকে আজ শনিবার আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন থানার অফিসার ইনচার্জ কেশব চক্রবর্ত্তী।