চন্দনাইশে তৈয়্যব শাহ (রহ.) বার্ষিক ওরশ সম্পন্ন

0

চন্দনাইশ প্রতিনিধি

চন্দনাইশ পৌরসভার গাউসিয়া কমিটি ৩নং ওয়ার্ডের উদ্যোগে সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ (রহ.) বার্ষিক ওরশ পূর্ব জোয়ারা তৈয়্যবিয়া মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
ওরশ উপলক্ষে গত বৃহস্পতিবার বাদে মাগরিব থেকে মিলাদ, দোয়া, জিকির, খতমে গাউসিয়ার আয়োজন করা হয়।
মাওলানা আবদুল মজিদের সভাপতিত্বে মাহ্ফিলে প্রধান ওয়েজিন ছিলেন মাওলানা কমরুদ্দিন নুরী, মাওলানা নাছির উদ্দীন, মো মিয়া হোসেন, আবুল কালাম আজাদ।