চন্দনাইশ প্রতিনিধি
ডিবি পুলিশ চন্দনাইশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩ বিএনপি নেতাকে আটক করেছে। অপরদিকে থানা পুলিশ ১ জন সাজাপ্রাপ্ত আসামিসহ ২ জনকে আটক করে। গত ২৬ জুলাই ডিবি পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বরকল থেকে উপজেলা বিএনপির সদস্য সচিব নেছার উদ্দীন (৫০), দোহাজারী থেকে দোহাজারী কৃষক শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. বেলাল উদ্দীন হিরু (৩৮), ছৈয়দাবাদ এলাকা থেকে স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহব্বায়ক আবু ইউছুফকে (২৮) আটক করে। অপরদিকে চন্দনাইশ থানা পুলিশ সাজা পরোয়ানামূলে বৈলতলীর আইয়ূব খানের স্ত্রী শাহিন আকতার (৫০), গ্রেপ্তারী পরোয়ানামূলে চৌধুরী পাড়ার মো. ইউনুছের ছেলে তাওজিম ফারুককে (৪০) আটক করে। আটককৃতদের গতকাল ২৭ জুলাই আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন থানা অফিসার ইনচার্জ ওবাইদুল ইসলাম।