চন্দনাইশ প্রতিনিধি
চন্দনাইশে জেএসসি ও জেডিসিতে ১২০ জন বৃত্তি পেয়েছে। জেএসসিতে টেলেন্টপুলে ২৮, সাধারণ গ্রেডে ৬৯ জন, জেডিসিতে টেলেন্টপুলে ৮, সাধারণ ১৫ জন বৃত্তি পেয়েছে। প্রতিবারের মতই বেগম গুল চেমন আরা একাডেমি (স্কুল এন্ড কলেজ) সেরা। বেগম গুল চেমন আরা একাডেমি (স্কুল এন্ড কলেজ) থেকে টেলেন্টপুলে ১২, সাধারণ ২৯, বরকল এস.জেড উচ্চ বিদ্যালয় টেলেন্টপুলে ৪, সাধারণ ৮, গাছবাড়িয়া নি.গৌ. মডেল সরকারি উচ্চ বিদ্যালয় টেলেন্টপুলে ৪, সাধারণ ৪, দোহাজারী আবদুর রহমান উচ্চ বিদ্যালয় টেলেন্টপুলে ৩, সাধারণ ৮, বরমা ত্রাহিনেকা উচ্চ বিদ্যালয় টেলেন্টপুলে ২, সাধারণ ২, ফাতেমা জিন্নাহ বালিকা উচ্চ বিদ্যালয় সাধারণ ৪, জামিজুরি বালিকা উচ্চ বিদ্যালয় টেলেন্টপুলে ১, সাধারণ ৩, কাঞ্চনাবাদ বহুমুখী উচ্চ বিদ্যালয় টেলেন্টপুলে ১, সাধারণ ২, সাতবাড়িয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় টেলেন্টপুলে ১, সাধারণ ১, কানাইমাদারী অলি আহমদ বীর বিক্রম জুনিয়র বিদ্যালয় সাধারণ ২, চাগাচর সরকারি প্রাথমিক বিদ্যালয় সাধারণ ২, দিয়াকুল সানোয়ারা আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ, সুচিয়া আর.কে উচ্চ বিদ্যালয়, কেশুয়া উচ্চ বিদ্যালয়, বরকল আবদুল হাই আনোয়ারা বেগম বালিকা উচ্চ বিদ্যালয় থেকে সাধারণ গ্রেডে ১ জন করে বৃত্তি পেয়েছে।
অপরদিকে জেডিসিতে জামিজুরি রজবীয় আজিজিয়া সুন্নিয়া ফাজিল মাদ্রাসায় টেলেন্টপুলে ৪, সাধারণ ১, হাছনদন্ডী এম রহমান সিনিয়র মাদ্রাসা টেলেন্টপুলে ২, হাশিমপুর মকবুলিয়া ফাজিল মাদ্রাসায় টেলেন্টপুলে ১, সাধারণ ৫, পশ্চিম এলাহাবাদ আহমদিয়া সুন্নিয়া ফাজিল মাদ্রাসায় টেলেন্টপুলে ১, জাফরাবাদ ফাজিল মাদ্রাসা, বরকল ছালামতিয়া সুন্নিয়া মাদ্রাসা, কানাইমাদারী কাদেরিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসায় সাধারণ গ্রেডে ২ জন করে এবং সাতবাড়িয়া বার আউলিয়া সিনিয়র মাদ্রাসা বরমা ইসলামিয়া দাখিল মাদ্রাসা, পাঠানদন্ডী তাহেরিয়া ছাবেরিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসায় সাধারণ গ্রেডে ১ জন করে বৃত্তি পেয়েছে।