চন্দনাইশে জাতীয় সমবায় দিবস পালিত

1

চন্দনাইশ প্রতিনিধি

‘সমবায়ে গড়ব দেশ বৈষম্যহীন বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে চন্দনাইশে ৫৩ তম জাতীয় সমবায় দিবস ২৪ উদযাপন করা হয়। গত ২ নভেম্বর সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জাতীয় পতাকা ও সমবায়ী পতাকা উত্তোলন করা হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা উপজেলা সমবায় অফিসার মো. সামসুদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা। তিনি দেশের দারিদ্র্য বিমোচন ও আর্থসামাজিক উন্নয়নে সমবায়ের তাৎপর্যপূর্ণ ভূমিকা তুলে ধরে নতুন অর্থনীতির স্বপ্ন বাস্তবায়নে সমবায়কে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তুলতে সবাইকে আহবান জানান। সভায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের কর্মকর্তা, সমবায় সমিতির নিবন্ধিত বিভিন্ন সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।