চন্দনাইশে জাতীয় মহিলা সংস্থার প্রশিক্ষণ শেষে সনদ ও ভাতা বিতরণ

8

চন্দনাইশ প্রতিনিধি

তৃণমুল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের আওতায় মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় জাতীয় মহিলা সংস্থার পক্ষ থেকে চন্দনাইশের প্রশিক্ষিত নারীদের প্রশিক্ষণ কর্মশালা চন্দনাইশ সদরের স্থানীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
গতকাল ২৮ মে সকাল থেকে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় কয়েকটি ট্রেডে ২০২২-২৩ অর্থ বছরে ২’শ ৫০ জন, ২০২৩-২৪ অর্থ বছরে ২’শ ৫০ জনসহ ৫’শ জন অংশ নেন। এদের মধ্যে ৫টি ট্রেডে বিউটি ফ্যাশন ডিজাইন, ইভেন্ট ম্যানেজমেন্ট এন্ড ক্যারিয়ার ডিজাইন, বিজনেস ম্যানেজমেন্ট ই-কমার্স, বিউটিফিকেশনসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়। ৫’শ জন প্রশিক্ষার্ণীর মধ্যে সাড়ে ৩’শ জনকে ১২ হাজার ও ৫০ জনকে ৬ হাজার করে ৪০ লক্ষ ৮১ হাজার টাকা প্রশিক্ষণ ভাতার চেক বিতরণ করা হয়। জাতীয় মহিলা সংস্থা চট্টগ্রাম জেলা চেয়ারম্যান বিলকিস আখতার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংস্থার কেন্দ্রীয় চেয়ারম্যান, সাবেক এমপি চেমন আরা তৈয়ব। প্রশিক্ষণ কর্মকর্তা জোহরা বেগম রুবির সঞ্চালনায় আলোচনায় অংশ নেন, পটিয়া কর্মশালার কর্মকর্তা দিলুয়ারা কায়েজ সুমি, কার্যকরী সদস্য মাহাবুবুল হক বাবুল প্রমুখ।