চন্দনাইশে জাতীয় পুষ্টি সপ্তাহের আলোচনা সভা

2

চন্দনাইশ প্রতিনিধি

‘শিশু থেকে প্রবীণ, পুষ্টিকর খাবার সর্বজনীন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে চন্দনাইশে জাতীয় পুষ্টি সপ্তাহ’২৫ উপলক্ষে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। গত ২৯ মে সকালে উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অডিটোরিয়ামে উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. রশ্মি চাকমার সভাপতিত্বে আলোচনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা। আলোচনায় অংশ নেন সুমিত ভট্টাচার্য, আবাসিক মেডিকেল অফিসার ডা. আবু রাশেদ নূর উদ্দিন, দোহাজারী আবাসিক মেডিকেল অফিসার ডা. তানজিমুল ইসলাম, ডা. সৈকত ভট্টাচার্য, চন্দনাইশ থানার এস.আই রাকিব হাছান, ইপি আর মো. আবদুর রাজ্জাক, স্বাস্থ্য পরিদর্শক তরুণ কুমার সরকার, হাবিবুল্লাহ, শিক্ষক অমল কান্তি দে, মাহাবুব আলম, মো. মহিউদ্দিন, খালেদ রায়হান, মো. শাহাদাত হোসেন, আমিনুল ইসলাম রুবেল প্রমুখ। বক্তাগণ বলেন, পুষ্টিহীনতা প্রতিরোধে সচেতনতা বাড়াতে জাতীয় পুষ্টি সপ্তাহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষের জন্য সুষম ও পুষ্টিকর খাবারের প্রাপ্তি নিশ্চিত করতে হবে। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী,স্বাস্থ্যকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।