চন্দনাইশ প্রতিনিধি
গাছের ডাল ভেঙে মাথায় পড়ে মৃত্যু হয়েছে উপজেলার হাশিমপুর ভান্ডারি পাড়ার কাঠ ব্যবসায়ী মনিরুল হক শিবলু’র (৩৫)। গতকাল শনিবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে।
জানা গেছে, শনিবার সন্ধ্যায় ভান্ডারি পাড়ার নুরুল হক ভান্ডারির ছেলে কাঠ ব্যবসায়ী মনিরুল হক শিবলু খাগরিয়া এলাকায় একটি গাছ কেনেন। শ্রমিকদের দিয়ে সেই গাছ কাটাচ্ছিলেন। হঠাৎ করে গাছের একটি ডাল শিবলুর মাথায় পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শিবলুর স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে আছে। গতকাল শনিবার রাত ১২ টায় স্থানীয় জামে মসজিদ মাঠে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন একই এলাকার ব্যাংক কর্মকর্তা মো. মহিউদ্দীন। শিবলুর এমন অকাল মৃত্যুতে তার পরিবারে শোকের ছায়া নেমে আসে।