চন্দনাইশে পুকুরে মাছ ধরতে গিয়ে গলায় মাছ আটকে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল সোমবার উপজেলার পশ্চিম বাইনজুরী গ্রামের হাজী বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম তৌফিক মোহাম্মদ ওসমানী। তার বয়স ৫১ বছর। পিতা নাম মৃত ওসমান গনি।
জানা গেছে, প্রতিবেশীর পুকুরে মাছ ধরতে যান তৌফিক। এ সময় একটা কৈ মাছ মুখে নিয়ে আরেকটা মাছ ধরতে পানিতে ডুব দেন। হঠাৎ মাছটি মুখের ভিতর চলে গেলে গলায় আটকে যায়। এতে অজ্ঞান হয়ে পড়ে তৌফিক। পরে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসা হয়।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার বলেন, অজ্ঞান অবস্থায় এক লোককে হাসপাতালে আনা হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। জানা গেছে তার গলায় একটি মাছ আটকে ছিল।