চন্দনাইশে গণ-উপদ্রব ও বাল্য বিবাহ দেয়ার অপরাধে বিভিন্ন মেয়াদে সাজা

93

চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আ.ন.ম বদরুদ্দোজা ভ্রাম্যমান আদালত পরিচালনা করে গণ-উপদ্রব ও বাল্য বিবাহের আয়োজন করায় ৬ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়। গত ২ জুলাই দুপুরে গণ-উপদ্রবের অপরাধে দন্ডবিধির ২৯১ ধারায় ছৈয়দাবাদের মৃত নন্না মিয়ার ছেলে মো. জাফরকে ৩ মাস, জাফরাবাদের শাহ আলমের ছেলে জিয়াউল হক জিয়া (২২) কে ১৫ দিন, মৃত হাজী সেলিম উদ্দীনের ছেলে মো. সৈকত (১৯) কে ১৫ দিন বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন। অপরদিকে গোপন সংবাদের ভিত্তিতে বাল্য বিবাহের আয়োজনের সংবাদ পেয়ে সাতবাড়িয়া পলিয়া পাড়ায় উপস্থিত হয়ে মৃত কবির আহমের স্ত্রী মেয়ের মা রেনু আক্তার (৪৫) কে ১৫ দিন, বিয়ের বর চৌধুরী পাড়ার মো. সিরাজুল ইসলামের ছেলে মোর্শেদুল আলম প্রকাশ সেলিম (৩৮) কে ৭ এর ১ ধারায় ১৫ দিন, সাতবাড়িয়া নগর পাড়ার আবদুর রশিদের ছেলে বাবুল আহমদ (২২) কে দন্ড বিধির ৫০৯ ধারায় ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়ে জেল হাজতে প্রেরণ করেন। চন্দনাইশ প্রতিনিধি