চন্দনাইশে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দু’ গ্রুপের সংঘর্ষ

55

চন্দনাইশ উপজেলার গাছবাড়ীয়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’ গ্রুপের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষে ৩ জন আহত হয়। আহতদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয় বলে জানা যায়। সহিংস ঘটনা ঘটে। এ সময় ১২ রাউন্ড গুলি বর্ষিত হয় এবং ৩ জন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। গত ২৪ ডিসেম্বর গাছবাড়ীয়া খানহাট এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’ গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ফাঁকা গুলিবর্ষণের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত সোমবার গাছবাড়ীয়া সরকারি কলেজ মাঠে চৌধুরীপাড়া ও সৈয়দাবাদ এলাকার দু’দল যুবক ক্রিকেট খেলছিল। ক্রিকেট খেলাকে কেন্দ্র করে পক্ষদ্বয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। পরবর্তীতে পক্ষদ্বয় তাদের সহযোগীদের মোবাইল ফোনে ডেকে আনলে উভয়ের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় দূর্বৃত্তরা ১২ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। পক্ষদ্বয়ের মধ্যে সংর্ঘষ চলাকালে ছিটা গুলিতে উভয়পক্ষের মধ্যে আহতরা হল মো. বাচা মিয়া (২১), বাবু মিয়া (২৩), আবিদ (১৯)। এ সময় গাছবাড়ীয়া খানহাট এলাকার মার্কেট ও দোকান-পাট বন্ধ হয়ে যায়। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রতিবেদন লেখা পর্যন্ত গাছবাড়ীয়া এনু মিয়া শপিং কমপ্লেক্স, গণি সুপার মার্কেটের সকল দোকান-পাট বন্ধ ছিল। চন্দনাইশ থানা অফিসার্স ইনচার্জ কেশব চক্রবর্ত্তী ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, ফাঁকা গুলিবর্ষণের ঘটনা সত্য নয়। তবে এখনো পর্যন্ত কোন পক্ষই অভিযোগ করেননি।