চন্দনাইশে কৃষিতে আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের ৪ দিনের প্রশিক্ষণ

1

চন্দনাইশ প্রতিনিধি

বাংলামার্কের ব্যবস্থাপনায় চন্দনাইশের পশ্চিম এলাহাবাদ প্রিয়াতো ইন্ড্রাস্টিতে ৮০ জন কৃষককে ৪ ব্যাচে ২ দিন করে ৪ দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। গত ১৯ মে থেকে ২২ মে পর্যন্ত ৪ দিন ব্যাপী ৪টি ব্যাচে ৮০ জন প্রান্তিক কৃষককে প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষণ পরবর্তী সনদ ও ভাতা প্রদান করা হয়।
গত ২২ মে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কর্তৃক বাস্তবায়নাধীন যান্ত্রিক পদ্ধতিতে ধান চাষাবাদের লক্ষ্যে খামার যন্ত্রপাতি গবেষণা কার্যক্রম বৃদ্ধিকরণ প্রকল্পের অর্থায়নে কৃষিযন্ত্র চালনা, মেরামত ও রক্ষণাবেক্ষণের উপর যন্ত্রচালক ও মেকানিকদের ৪ দিনব্যাপী প্রশিক্ষণ দেয়া হয়। চন্দনাইশে বাংলামার্ক লিমিটেডে সমাপনী দিন বিকালে সনদ ও ভাতা বিতরণ অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন- প্রকল্প পরিচালক ড. এ. কে. এম সাইফুল ইসলাম, বাংলামার্ক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. সিরাজুল ইসলাম, ব্রি’র সিনিয়র প্ল্যানিং অফিসার মো. সাইদুল ইসলাম, বৈজ্ঞানিক কর্মকর্তা আরাফাত উল্লাহ খান প্রমুখ। প্রশিক্ষণার্থীরা আধুনিক কৃষিযন্ত্রের উপর হাতে কলমে ব্রি-সীড সোয়ার মেশিন, রাইস-ট্রান্সপ্লান্টার, রিপার বাইন্ডার, কম্বাইন হারভেস্টার যন্ত্রের প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রশিক্ষণার্থীরা কৃষিযন্ত্র চালনা প্রশিক্ষণের সুযোগ পাওয়ায় বেশ আগ্রহ ও সন্তোষ প্রকাশ করেন।