চন্দনাইশ প্রতিনিধি
বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে দেশজুড়ে বনায়ন কার্যক্রম চলছে। বৃক্ষ রোপণের কর্মসূচি অংশ হিসেবে চলতি অর্থ বছর খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় চন্দনাইশ উপজেলার ২টি পৌরসভা ও ৮ টি ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার, আমন ধানের বীজ, মরিচ বীজ, নারিকেল চারা, তালের চারা, লেবু চারা, আম চারাসহ বিভিন্ন জাতের চারা বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিব হোসেন।
গত ২৬ জুন চন্দনাইশ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কার্যালয়ের সামনে প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আজাদ হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিব হোসেন, বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাচনী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মোজাম্মেল হক। আলোচনায় অংশ নেন উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা সৈকত বড়ুয়া, মানস দে, নিউটন দে, দিবাকর দাশসহ উপকারভোগী কৃষকরা। প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ২ টি পৌরসভা ও ৮ টি ইউনিয়নের ১ হাজার ৬’শ জন কৃষককে ৫ কেজি করে আমন ধান বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়। ৩’শ জন কৃষককে ৫টি করে ১ হাজার ৫’শ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ২৭৮টি নারিকেল চারা, ১’শ জনকে ১টি করে তাল গাছের চারা বিতরণ করা হয়। ৬০ জন কৃষককে ৫টি করে লেবু চারা, ৪০ জনকে ৫টি করে আম চারা, ১২০ জনকে ১০ গ্রাম করে মরিচের বীজ, ৫ কেজি করে ডিএপি, এমওপি সার বিতরণ করা হয়।
এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৯৫০ জন শিক্ষার্থীদের প্রত্যেককে ১টি করে নিম, বেল, জাম ও কাঁঠাল চারা বিতরণ করা হয়।