চন্দনাইশে কৃষকদের ঋণ বিতরণ ও আর্থিক স্বাক্ষরতা কর্মসূচি অনুষ্ঠিত

2

চন্দনাইশ প্রতিনিধি

চন্দনাইশ উপজেলায় চন্দনাইশ, বাদামতলী, দোহাজারী, খোদারহাট শাখার যৌথ উদ্যোগে ৫০ জন কৃষকের মাঝে কৃষি ঋণ বিতরণ ও আর্থিক স্বাক্ষরতা কর্মসূচীর আয়োজন করা হয় । গত ২৮ অক্টোবর বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনায় কৃষি খাতের উন্নয়ন ত্বরান্বিত করার অংশ হিসেবে ব্যাংকটি এ উদ্যোগ গ্রহণ করে। এ উপলক্ষে চন্দনাইশ উপজেলা অডিটোরিয়ামে কৃষি ঋণ বিতরণ ও আর্থিক স্বাক্ষরতা কর্মসূচী অনুষ্ঠানে বাংলাদেশ কৃষি ব্যাংক পটিয়া অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মো. এমরানুল ইসলাম মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিব হোসেন, বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা, কৃষিবিদ মো. আজাদ হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. কবির হোসেন। বক্তব্য রাখেন দোহাজরী শাখা ব্যবস্থাপক মো. আশরাফুল হোসেন। বক্তাগণ বলেন, উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ কৃষি ব্যাংক দেশের কৃষি খাতের টেকসই উন্নয়নে অবদান রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।