চন্দনাইশে কলেজছাত্রীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা

5

চন্দনাইশ প্রতিনিধি

ঈদে মামার বাড়িতে বেড়াতে এসে ধর্ষণ ও হত্যার শিকার হন পটিয়া কলেজের এইচএসসি শিক্ষার্থী আরজু আকতার (২০)। গত ৮ এপ্রিল রাতে চন্দনাইশ পৌরসভার দক্ষিণ গাছবাড়িয়ায় এ ঘটনা ঘটে। জানা যায়, চাচাত মামা চর খাগরিয়ার নাজিম উদ্দীনের (৩১) বাড়িতে বেড়াতে আসেন কাঞ্চননগর সওদাগর পাড়া আনোয়ার হোসেনের মেয়ে আরজু। তিনি বাথরুমে প্রাকৃতিক ডাকে সারা দিতে গেলে নাজিম উদ্দীন তাকে জোরপূর্বক ধর্ষণ করেন। এ সময় আরজু চিৎকার করলে তাকে ওড়না দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন তিনি। ঘটনাটি আরজুর নানা-নানী দেখে ফেলেন। এরপর নানা আবদুল হাকিম (৬৫) ও নানী ফরিদা বেগমকে (৬০) গলায় ছুরিকাঘাত করে নাজিম উদ্দীন পালিয়ে যান। তিনি ফরিদা বেগমের বোনের ছেলে বলে জানা যায়।
স্থানীয়রা ফরিদা বেগম ও আবদুল হাকিমকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেন। এরপর উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসতপালে প্রেরণ করেন। এদিকে খবর পেয়ে চন্দনাইশ থানার পুলিশ ঘটনাস্থল থেকে আরজুর লাশ উদ্ধার করে।
পটিয়া থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। হত্যাকারীকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।