চন্দনাইশ প্রতিনিধি
চন্দনাইশ পূর্ব কানাইমাদারী স্পোর্টস একাডেমীর উদ্যোগে কর্ণেল (অব:) অলি আহমদ বীর বিক্রম অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় কিংস অব কানাইমাদারী-কানাইমাদারী সুপার কিংসকে ১-০ গোলে পরাজিত করে চ্যম্পিয়ন হয়। খেলায় বিজয়ী দলের রাশেদ ম্যান অব দ্যা ম্যাচ, নাজভী সেরা গোলদাতা নির্বাচিত হয়। গত ২১ ফেব্রæয়ারি রাতে উপজেলার পূর্ব কানাইমাদারী প্রাথমিক বিদ্যালয় মাঠে খেলা শেষে পুরষ্কার বিতরণী সভা আলকাছ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা গণতান্ত্রিক যুবদলের সভাপতি সাইফুল ইসলাম, উদ্বোধক ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা গণতান্ত্রিক ছাত্রদলের যুগ্ম আহবায়ক রবিউল করিম রবি, মো. আরাফাত হোসেন, প্রিন্স বড়–য়া, মো. সাকিব প্রমুখ।