চন্দনাইশে একরাতে ৪ গরু চুরি

1

চন্দনাইশ প্রতিনিধি

চন্দনাইশ পৌরসভার পূর্ব জোয়ারা হাজী সোলতান আহমদ সওদাগর বাড়ির ২ কৃষকের ৪টি গরু চুরি হয়েছে। গত শনিবার রাতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, পৌরসভার পূর্ব জোয়ারা ৩নং ওয়ার্ডের মৃত ছিদ্দিক আহমদের ছেলে মো. শাহ আলমের ২টি ষাড়, মফিজুর রহমানের ২টি গাভী চুরি করে নিয়ে যায় চোরের দল। এই ৪টি গরুর আনুমানিক মূল্য ৪ লাখ টাকা। চুরি সংঘটিত হওয়ার সময় প্রবল বৃষ্টি হয়। এই সুযোগকে কাজে লাগিয়ে চোরের দল গোয়াল ঘরের তালা ভেঙে ৪টি গরু চুরি করে নিয়ে যায়।মফিজুর রহমান বলেন, গরুগুলো ব্যাংক থেকে ঋণ নিয়ে কিনেছি। কোরবানির হাটে বিক্রি করে লাভের আশায় খুব যত্ন করে গরুগুলো লালন-পালন করছিলাম। কিন্তু চোরের দল গরুগুলো নিয়ে গেছে।