চন্দনাইশ প্রতিনিধি
চন্দনাইশ উপজেলার বরমা সৈয়দ বাজার এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি গুঁইসাপ (মনটির লিজার্ড) উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। বন্যপ্রাণী সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে এই ঘটনায় জড়িত একজনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
গত রবিবার সন্ধ্যায় বরমা কেশুয়া সৈয়দ বাজারে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা এই অভিযান পরিচালনা করেন। এসময় ৫টি গুঁইসাপসহ উপজাতি মং ওয়াই মারমা (৫০) নামের একজনকে আটক করেন তিনি।
অভিযান চলাকালে সহায়তা করেন বন বিভাগের বরগুনি বিট র্কমর্কতা রহমত আলী, ভ‚মি অফিসের নাজির আরিফুল হক, বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী, চন্দনাইশ থানা পুলিশের একটি টিম ও ভ‚মি অফিসের কর্মচারীরা।
বন বিভাগ সূত্রে জানা যায়, অবৈধভাবে গুঁইসাপ বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করা হচ্ছে- এমন সংবাদ পেয়ে অভিযানে যান তারা। ঘটনাস্থল থেকে ৫টি গুঁইসাপসহ উপজাতি মং ওয়াই মারমা (৫০) নামের একজনকে আটক করা হয়। স্থানীয়ভাবে বন্যপ্রাণী সংরক্ষণের ঘটনা নতুন নয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে মং ওয়াই মারমাকে ১০ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়েছে। উদ্ধারকৃত গুঁইসাপগুলো বন বিভাগের হেফাজতে নেয়া হয়েছে।
প্রাথমিক চিকিৎসা শেষে উপযুক্ত পরিবেশে অবমুক্ত করা হবে বলে জানান বিট কর্মকর্তা রহমত আলী। তিনি জানান, বন্যপ্রাণী সংরক্ষণে অভিযান অব্যাহত থাকবে।