চন্দনাইশে উত্তরায়ণ সংক্রান্তি মেলা উপলক্ষে সাধারণ সভা

63

চন্দনাইশ উপজেলাধীন উপমহাদেশের অন্যতম তীর্থস্থান শ্রী শুক্লাম্বর দিঘী পীঠ মন্দিরের অফিসে গত ১৪ ডিসেম্বর বাবু হারাধন দেবের সভাপতিত্বে আসন্ন উত্তরায়ণ সংক্রান্তি মেলা ২০১৯ উপলক্ষে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভা সঞ্চালনা করেন উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক বাবু নৃপেন্দু দত্ত। সভায় উপস্থিত ছিলেন বাবু সাধন চন্দ্র দেব, অধ্যাপক শ্রী রাখাল ধর, বাবুল বিশ্বাস, মিলন দাশ, গোপাল দেব, বিজন ভট্টাচার্য্য, শ্যামল মিত্র, সুবল তালুকদার, অরূপ রতন চক্রবর্তী, ড. বিপ্লব গাঙ্গুলী, পরিমল দেব, অমর কান্তি ভট্টাচার্য্য, আশীষ দেব, পরিমল মহাজন, ডা. কাজল বৈদ্য, মিলন দেব, প্রদীপ দেব, ঋষু মহাজন, মধুসুদন দত্ত, ভবশংকর ধর, বিপ্লব চৌধুরী, রামপ্রসাদ ভট্টাচার্য্য, তরুণ দেব, তপন দেব, সমীর পাইক, অশোক দত্ত, টিংকু ধর, নারায়ণ ধর প্রমুখ। উক্ত সভায় নুরুল ইসলাম চেয়ারম্যান সভাপতি, অমর ভট্টাচার্য্য সিনিয়র সহ-সভাপতি, পরিমল মহাজন সাধারণ সম্পাদক, আশীষ দেব-কে অর্থ সম্পাদক ও বিপ্লব চৌধুরীকে মেলা পরিচালনা সম্পাদক করে ২৭ সদস্যবিশিষ্ট মেলা উদ্যাপন কমিটি গঠন করা হয়। পরিশেষে সভাপতি সবাইকে ধন্যবাদ জানিয়ে সভা সমাপ্তি ঘোষণা করেন। বিজ্ঞপ্তি