চন্দনাইশ প্রতিনিধি
চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. সিরাজ মিয়া নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে চন্দনাইশ থানা পুলিশ। গত ২৮ অক্টোবর রাতে এ তথ্য নিশ্চিত করেন চন্দনাইশ থানা অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার। গত সোমবার সন্ধ্যায় উপজেলার সদর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন তিনি। মো. সিরাজ মিয়া কাঞ্চনাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি, কাঞ্চনাবাদ মুরাদাবাদের মৃত লেদু মিয়ার ছেলে বলে জানা যায়। গতকাল ২৯ অক্টোবর তাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন থানা অফিসান ইনচার্জ গোলাম সারোয়ার। স্থানীয়ভাবে জানা যায়, সিরাজ মিয়া একজন শ্রমজীবী মানুষ, তার ২টি প্রতিবন্ধি সন্তান রয়েছে। তার আয়ের উপর চলে সংসার।











