চন্দনাইশ প্রতিনিধি
চন্দনাইশ উপজেলার চরবরমা আড়ালিয়ার চরে স্বপ্নের রঙিন পাকা ঘর পেলেও পানি, বিদ্যুৎবিহীন অবস্থায় মানবেতর জীবন যাপন করছে আদর্শ গ্রামের ৬০ পরিবারের সদস্যরা।সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার চরবরমা আদর্শ গ্রামের ৬০ পরিবার বিগত সাত মাস পূর্বে জমিসহ পাকা বসতঘর বুঝে পায়। বসতঘর বুঝে ফেলেও শুরু থেকেই বিদ্যুৎ ও পানির সমস্যায় সীমাহীন দুর্ভোগে বসবাস করছে এসব খেটে খাওয়া পরিবারের সদস্যরা। এ ছাড়া সম্প্রতি দোহাজারী জামিরজুরি এলাকায় ৭৩ পরিবার ও হাশিমপুরের আরো ৭৫টি অসহায় পরিবার রঙিন পাকা ঘর বুঝে পেলেও তারা বিদ্যুৎ সংযোগ পায়নি বলে জানান।
অপর দিকে আড়ালিয়ার চরের ৬০ পরিবার বিদ্যুৎ ও পানির ভোগান্তিতে রয়েছে শুরু থেকে। তাছাড়া বর্ষা মৌসুমে নদীর জোয়ারে ভাসে এ সকল পরিবারের বসতঘর। আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারীরা জানান, নদীর তীরের বালু চরের নীচু এলাকায় ঘরগুলো নির্মাণ হওয়ায় বর্ষা মৌসুম ও অতিরিক্ত জোয়ার হলে পানিতে তলিয়ে যায় পুরো আদর্শ গ্রাম। ইতিপূর্বে ২০২৩ সালে একই এলাকায় ৩৫টি অসহায় পরিবার জমিসহ পাকা বসত ঘর বুঝে নেয়ার পরই বিদ্যুৎ সংযোগ দেয়া হয়। একই সাথে থাকলেও ঐ ৬০ পরিবার বিদ্যুৎ, পানির অভাবে সীমাহীন দুর্ভোগে রয়েছে। ৬০ পরিবারের বিদ্যুৎ, পানিবিহীন জীবনযাপন করছে। উপকারভোগীদের মধ্যে মো. পারভেজ (দৃষ্টি প্রতিবন্ধী) বলেছেন, একই সাথে থাকি, কিন্তু ঐ ৬০ পরিবার বিদ্যুৎ, পানির অভাবে মানবেতর জীবন-যাপন করছে।
নতুনভাবে ঘর পাওয়া মিজান, মামুন, কামরুন নাহার, জুনু আকতারসহ অনেকে জানালেন, জমিসহ নতুন পাকা মজবুত ঘর পেলাম কিন্তু গত সাত মাস ধরে বিদ্যুৎ পেলাম না। পরিবার সন্তান নিয়ে বড় কষ্টে রয়েছেন। তারা আরো বলেন, লোকালয় থেকে অনেক দূরে এই আড়ালিয়ার চরে নতুন বসতি গড়ে তুলেছি, কিন্তু নামাজ পড়ার জন্য কোনো মসজিদ বা এবাদতখানা নেই, নেই কোনো কবরস্থান। এ আদর্শ গ্রামে বিস্তীর্ণ সরকারি খাস জমি রয়েছে। তাই ঐ খাস জমিতে কবরস্থান ও মসজিদ স্থাপনের জোর দাবি জানিয়েছেন তারা। পাশাপাশি জোয়ারের পানি থেকে রক্ষার জন্য বাঁধ তৈরি করে এ অসহায় ৯৫টি পরিবারের সদস্যদের পাশে থাকার আহবান জানান। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আলমগীর বলেছেন, গুরুত্বের সাথে কাজ করা হচ্ছে। তাছাড়া বেড়িবাঁধ, মসজিদ, কবরস্থানের ব্যবস্থ গ্রহণের জন্য প্রচেষ্টা নেয়া হচ্ছে। চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিব হোসেন বলেছেন, আদর্শ গ্রামবাসী আমাদের সাথে ইতোপূর্বে দেখা করে সমস্যার কথা জানিয়েছেন। সে মোতাবেক জরুরিভাবে পদক্ষেপ নেয়া হচ্ছে বলে তিনি জানান।