চন্দনাইশ প্রতিনিধি
চন্দনাইশে আরাফাত রহমান কোকো ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধনীয় খেলায় বৃহত্তর সাতকানিয়া জাতীয়তাবাদী পরিবার ক্রিকেট একাদশকে ৯ রান-এ হরিয়ে জয়লাভ করেছে চন্দনাইশ আবদুল্লাহ ক্রিকেট একাদশ। গত ২৫ জানুয়ারি গাছবাড়িয়া স্ট্রেডিয়ামে আরাফাত রহমান কোকো স্মৃমি সংসদ চট্টগ্রাম দক্ষিণ জেলার উদ্যোগে খেলার উদ্বোধন করেন দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মনজুর আলম তালুকদার, প্রধান অতিথি ছিলেন শফিকুল ইসলাম রাহী, বিশেষ অতিথি ছিলেন আরিফুর রহমান মারুফ, মো. সেলিম উদ্দীন, মিজানুর রহমান, মো. নাছির উদ্দীন, এম হাসেম চৌধুরী, মো. আরফান চৌধুরী, আরফাত, মো. সাকিব, জাহেদুল ইসলাম, জাবেদ চৌধুরী রহিম। সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি আলমগীর সাকিব। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে চন্দনাইশ আবদুল্লাহ ক্রিকেট একাদশ ১০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১১৬ রান সংগ্রহ করে। জবাবে বৃহত্তর সাতকানিয়া জাতীয়তাবাদী পরিবার ক্রিকেট একাদশ অল উইকেট হারিয়ে ৭ উইকেটের বিনিময়ে ১০৭ রান সংগ্রহ করে। খেলায় বিজয়ী দলের আবু জাহেদকে ম্যান অব দ্যা ম্যাচ ঘোষনা করা হয়।