চন্দনাইশে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

2

চন্দনাইশ প্রতিনিধি

আদালতের রায়ে মহানগর বিএনপির সাবেক আহবায়ক ডা. শাহাদাত হোসেনকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করায় চন্দনাইশে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়।
গতকাল ১ অক্টোবর দুপুরে চট্টগ্রামের একটি আদালত রায় প্রকাশে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ডা. শাহাদাত হোসনেকে ঘোষণা করায় চন্দনাইশ উপজেলা, পৌরসভা ও দোহাজারী পৌরসভা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়। আনন্দ মিছিলটি চন্দনাইশ সদর থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে চন্দনাইশ শাহ আমিন চত্বরে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন শহীদুর রহমান খান, মোরশেদুল আলাম, নাজিম উদ্দীন, মুজিবুর রহমান, আবু ছালেক, হাবিবুর রহমান, সেলিম উদ্দিন, মজিদ শাহ, প্রকৌশলী আবুল কালাম, সেলিম উদ্দীন, কামরুল ইসলাম, আকবর, আরফান চৌধুরী, জাবেদ চৌধুরী রহিম, সাইফুল, ও হেনাম প্রমুখ। পরে উপস্থিত নেতৃবৃন্দের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।