চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার মো. রাজিব হোসেন বলেছেন, চট্টগ্রাম একটি চমৎকার উর্বর জায়গা। এখানে অনেক জ্ঞানী-গুণী মানুষ জন্মগ্রহণ করেছেন। যারা ধর্ম, সাহিত্য-সংস্কৃতি এবং রাজনীতিতে অনেক এগিয়ে।
গতকাল সোমবার উপজেলা কনফারেন্স রুমে শিক্ষাবিদ মাওলানা মোহাম্মদ মোজাহেরুল কাদেরের ২৫তম প্রকাশনা ‘চন্দনাইশের আউলিয়া কেরাম ও ওলামা মাশায়েখ’ গ্রন্থের প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
লেখক মাওলানা মোহাম্মদ মোজাহেরুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন ঢাকার সুপ্রিম কোর্ট মসজিদের মুফাসসিরে কুরআন পীরজাদা কারী খন্দকার মুহাম্মদ শহিদুল হক। বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ মা. ইমরান আল হোসাইন, উপজেলা প্রকৌশলী জুনাইদ আবছার চৌধুরী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরী, ইউআরসি ইন্সট্রাক্টর আকতার সানজিদা জাফর পপি, মাধ্যমিক শিক্ষা দপ্তরের একাডেমিক সুপারভাইজার বিপিন চন্দ্র রায়, উপজেলা সহকারী শিক্ষা অফিসার তপন কান্তি পোদ্দার, চন্দনাইশ সোনালী ব্যাংকের ম্যানেজার মো. নজরুল ইসলাম, ইসলামী ব্যাংক চন্দনাইশ শাখার ম্যানেজার মো. এনামুল হক, দোহাজারী সোনালী ব্যাংকের ম্যানেজার টিএম আতিকুল্লাহ ইসলামাবাবাদী ও সাবেক উপজেলা মৎস্য কর্মকর্তা হাসান আহসানুল কবির সুজন।
ছড়াকার সৈয়দ শিবলী ছাদেক কফিলের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন রাজনীতিবিদ কাজী কুতুব উদ্দিন, দোহাজারী আহমদুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর আহমদ, ফাতেমা জিন্নাহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওসমান আলী, এনজিও পিপিএস’র নির্বাহী পরিচালক মো. নুরুল হক, ওডেব এরিয়া অফিসার মো. মাহমুদুল হক, জাগ্রত মহিলা সমিতির সভাপ্রধান সঞ্চিতা বড়ুয়া, ইউপি সদস্য আয়েশা আক্তার আজাদী, সাবেক পৌর কাউন্সিলর কহিনুর আক্তার, হাসনারা বেগম, দারুল ইহসান ইসলামিক সেন্টার ট্রাস্টের পরিচালক একেএম নজরুল ইসলাম, সাংবাদিক আবুল হাশেম, সাংবাদিক মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, সাংবাদিক মোকতার আহমদ, সাংবাদিক হামিদুর রহমান সাকিল, অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার মো. শফি, শাহাবুদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে মিলাদ ও কিয়াম পরিচালনা করেন সাংবাদিক জাহাঙ্গীর আলম চৌধুরী। বিজ্ঞপ্তি