আন্দরকিল্লাস্থ বাগীশিক মিলনায়তনে চট্টল মহাশক্তি সম্মিলনী গীতা শিক্ষা নিকেতনের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ ২১ মার্চ বিকালে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) কেন্দ্রীয় সংসদ প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক প্রভাষক পলাশ কান্তি নাথ রণী। নিকেতনের পরিচালক টেকনাফ সরকারি টেকনিক্যাল কলেজের শিক্ষক সুমন কান্তি ঘোষের সভাপতিত্বে ও সহকারি পরিচালক অ্যাড. নিপা পালের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন টেকনাফ সরকারি কলেজের অধ্যাপক কবি সন্তোষ কুমার শীল। প্রধান বক্তা ছিলেন বাগীশিক চট্টগ্রাম মহানগর সংসদের সাধারণ সম্পাদক ডা. অপূর্ব ধর। বিশেষ অতিথি ছিলেন বাগীশিক চট্টগ্রাম মহানগর সংসদের সহ-সাধারণ সম্পাদক প্রকৌশলী উত্তম দে মুন্না, কোতোয়ালী থানা সংসদের সাধারণ সম্পাদক তুর্জয় দাশ। বিশেষ বক্তা ছিলেন অ্যাড. সজীব দে। অনুষ্ঠানে বুয়েটে চান্সপ্রাপ্ত হিমেল চৌধুরী, দীপজ্যোতি দাশ, সপ্তর্ষি দত্ত, চÐীগড় বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত আদিত্য দাশগুপ্ত, কুমিল্লা মেডিক্যাল কলেজে চান্সপ্রাপ্ত পুণম চৌধুরী, কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে চান্সপ্রাপ্ত সৌমেন দাশ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত প্রিয়ন্তী দাশ পৃথা এবং চট্টগ্রাম কলেজে চান্সপ্রাপ্ত প্রীতিলতা দাশকে কৃতি শিক্ষার্থী সম্মাননা স্মারক প্রদান করা হয়। মতবিনিময় পর্বে অংশ নেন বোয়ালখালী হাজী আজগর আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রিমন সেন, বাগীশিক জীবন সদস্য সমীরণ ঘোষ, সমাজসেবক প্রবাল চৌধুরী ও দেবব্রত চৌধুরী। এতে নৃত্য পরিবেশন করেন ত্রিধা বিশ্বাস, আবৃত্তি করেন প্রত্যুষ চৌধুরী এবং সংগীত পরিবেশন করেন ঐশিকা ঘোষ। বিজ্ঞপ্তি