গবেষণায় মরণোত্তর একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, চট্টলতত্ত্ববিদ, গবেষক আবদুল হক চৌধুরীর ৩০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সন্দীপনা কেন্দ্রীয় সংসদের স্মৃতিচারণমূলক সভা ২৬ অক্টোবর বিকাল ৩টায় অনুষ্ঠিত হয়। সন্দীপনার কেন্দ্রীয় সভাপতি রওশন আরা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আলোচক ছিলেন বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ নুরুল ইসলাম, চট্টলতত্ত¡বিদ আবদুল হক চৌধুরীর সন্তান ড. মঞ্জুর-উল-আমিন চৌধুরী, সংগঠক ভানুরঞ্জন চক্রবর্তী, চবি অধ্যাপক জাহেদ আলী চৌধুরী যুবরাজ, বেলায়েত হোসেন, লায়ন দুলাল কান্তি বড়ুয়া, সাংবাদিক মুকুল শিকদার, লায়ন উজ্জ্বল কান্তি বড়ুয়া, সংগঠক নিবেদিতা আচার্য্য, অধ্যাপক ডা. ডি.কে. ঘোষ, বীর মুক্তিযোদ্ধা গোলাম রসুল, সংগঠক মোহাম্মদ হোসেন, সংগঠক রকেট কান্তি দত্ত, সমাজ প্রদীপ দত্ত, প্রধান শিক্ষক তরণী কুমার সেন, অধ্যাপিকা তাহেরা খাতুন, নাট্যজন কে. কে বাবুল, জাবের হোসেন, বীর মুক্তিযোদ্ধা গোলাম নবী, হারুন অর রশিদ, জসিম উদ্দীন চৌধুরী, মো. রাকিব, সংগঠক প্রনব রাজ বড়ুয়া, সাংবাদিক হারুনুর রশিদ, নাট্যকর্মী এমরান হোসেন মিঠু, জাহানারা পারুল প্রমুখ। নাট্যকর্মী মেজবাহ্ উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় আলোচনা পর্বের শুরুতে গবেষক আবদুল হক চৌধুরর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সঙ্গীত পরিবেশন করেন শিল্পী এম.এ. হাশেম, বৃষ্টি দাশ, মৈত্রী আচার্য্য, শিল্পি বিথি সিংহ প্রমুখ। সভায় বক্তারা চট্টগ্রামে গবেষক আবদুল হক চৌধুরীর নামে একটি বিভাগীয় লোকশিল্প-লোকসাহিত্য গবেষণাকেন্দ্র প্রতিষ্ঠার দাবি জানান। সভার শুরুতে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশেষ মোনাজাত ও দোয়া মাহফিল পরিচালনা করেন মওলানা মোহাম্মদ হোসেন। বিজ্ঞপ্তি