চট্টগ্রাম-১৫ আসনে জামায়াতের প্রার্থী শাহজাহান চৌধুরী

3

শহীদুল ইসলাম বাবর, সাতকানিয়া

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে দলের চট্টগ্রাম মহানগর আমির ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীকে মনোনীত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম নগরীতে অনুষ্ঠিত নির্বাচনী দায়িত্বশীল সমাবেশে এই ঘোষণা দেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, ‘জনগণের আস্থা ও ইসলামী মূল্যবোধের প্রতিনিধিত্ব করার যোগ্যতা রয়েছে শাহজাহান চৌধুরীর মধ্যে। তার নেতৃত্বে আমরা এই আসনে আবারও বিজয়ী হওয়ার আশাবাদী।’
প্রার্থী ঘোষণার পর প্রতিক্রিয়ায় শাহজাহান চৌধুরী বলেন, ‘আমি চট্টগ্রাম-১৫ আসনের জনগণের পাশে ছিলাম, আছি, এবং ভবিষ্যতেও থাকব। জনগণের আস্থা ও ভালোবাসা নিয়ে আমি নির্বাচন করতে চাই। এলাকার উন্নয়ন, শান্তি, ন্যায়বিচার ও ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠাই আমার অঙ্গীকার।’
উল্লেখ্য, শাহজাহান চৌধুরী ১৯৯১ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি এই অঞ্চলের শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠান ও অবকাঠামো উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন। জামায়াতের নেতারা মনে করছেন, অভিজ্ঞ এই নেতাকে প্রার্থী করায় চট্টগ্রাম-১৫ আসনে দলটি পুনরায় সংগঠিত ও শক্ত অবস্থানে ফিরে আসবে। চট্টগ্রাম-১৫ আসনটি দক্ষিণ চট্টগ্রামের একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক এলাকা, যেখানে আগামী নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা হবে বেশ জমজমাট এমনটাই ধারণা রাজনৈতিক বিশ্লেষকদের।