আগামী ৩০ ডিসেম্বরের একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কোদাল প্রতীক নিয়ে চট্টগ্রাম-১১ আসনে বাম গণতান্ত্রিক জোট ও বাসদ (মার্কসবাদী) প্রার্থী অপু দাশ গুপ্ত গতকাল বিকালে শুভপুর বাসস্ট্যান্ডে সমাবেশ করেছেন। দীপা মজুমদারের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) চট্টগ্রাম জেলা শাখার আহব্বায়ক মানস নন্দী, প্রার্থী ও জেলা সদস্য সচিব অপু দাশ গুপ্ত, সদস্য আসমা আক্তার, তাজ নাহার রিপন প্রমুখ।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, গত ৪৭ বছর ধরে এদেশের মানুষ পালাক্রমে বিএনপি-আওয়ামী লীগ-জামাত-জাতীয় পার্টিকে ভোট দিয়েছে আর ঠকেছে। এরা জনগণকে বারবার মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু প‚রণ করেনি। আবার বিগত দশ বছর ধরে আওয়ামী দুঃশাসনে বিগত সময়ের সকল রেকর্ড ভেঙে লুটপাট, দুর্নীতি হয়েছে; স্বৈরতান্ত্রিক কায়দায় দেশ পরিচালিত হয়েছে। অল্পকিছু লোক সম্পদের পাহাড় গড়ে তুলেছে। দেশে একচেটিয়া পুঁজিপতি শ্রেণি আরও সংহত হয়েছে।”
নেতৃবৃন্দ আরো বলেন, এই দ্বিদলীয় দুঃশাসনের বিরুদ্ধে লড়াইয়ের একমাত্র শক্তি বামপন্থীরাই। তারাই অতীত দিনে এদেশের মানুষের নেতৃবৃন্দ আগামী নির্বাচনকে কেন্দ্র করে চট্টগ্রাম- ১১ আসনের জনগণের কাছে আহবান জানিয়ে বলেন, আওয়ামী লীগ-বিএনপির পাল্টাপাল্টি কোন সমাধান নয়, এতে আমাদের বাস্তব অবস্থার কোন পরিবর্তন হবে না। অবস্থার পরিবর্তন ঘটাতে জনগণের অধিকার আদায়ের আন্দোলন শক্তিশালী করুন, অত্র এলাকার বামজোট প্রার্থী অপু দাশ গুপ্তকে সমর্থন করুন ও কোদাল মার্কায় ভোট দিন। বিজ্ঞপ্তি