নিজস্ব প্রতিবেদক
রেলওয়ে পূর্বাঞ্চলের সদরদপ্তর সিআরবি, পাহাড়তলী ও হালিশহরে থাকা গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শনে এসেছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম ও রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন। গতকাল দুপুরে এই দুই কর্মকর্তা চট্টগ্রামে আসেন। তাঁরা আজ বৃহস্পতিবার সারাদিন চট্টগ্রাম রেলওয়ের বিভিন্ন স্থাপনা পরিদর্শন শেষে আগামীকাল শুক্রবার সকালে ট্রেনযোগে কক্সবাজার যাবেন। চট্টগ্রামে অবস্থানকালে তাঁরা রেলওয়ে রেস্টহাউজে রাতযাপন করবেন। এই দুই কর্মকর্তার চট্টগ্রাম সফরের বিষয়টি রেলওয়ের জনসংযোগ দপ্তর নিশ্চিত করেছে।
রেলওয়ে সূত্র জানায়, চট্টগ্রামে আসার পর গতকাল বিকালে সিআরবি পরিদর্শন করেন রেল সচিব ও ডিজি। এ সময় তারা সিআরবি সংস্কারের জন্য নিয়োজিত পরামর্শক প্রতিষ্ঠানের সাথে মতবিনিময় করেন। আজ সকালে পাহাড়তলী রেলওয়ে কন্ট্রোল রুম, পাহাড়তলী ক্যারেজ এন্ড ওয়াগন মেরামত কারখানা, পাহাড়তলী ডিজেল ওয়ার্কশপ, বিকালে হালিশহরে রেলওয়ে ট্রেনিং একাডেমি, সিজিপি ইয়ার্ড, বন্দরের বে টার্মিনাল এলাকা পরিদর্শন করবেন। আগামীকাল (শুক্রবার) সকালে চট্টগ্রাম রেল স্টেশন হতে কক্সবাজার এক্সপ্রেস যোগে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হবেন। এদিন কক্সবাজার স্টেশনের অবকাঠামো ও সার্বিক কার্যক্রম পরিদর্শন করবেন। পরদিন (শনিবার) কক্সবাজার থেকে চট্টগ্রাম হয়ে ট্রেনযোগে ঢাকায় যাবেন।