চট্টগ্রাম বন্দরের নিউমুড়িং কন্টেনার টার্মিনাল (এনসিটি) বিদেশী প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার উদ্যোগে গভীর উদ্বেগ জানিয়েছে চট্টগ্রাম শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)। এ উপলক্ষে গত ২৩ মে বিলস-এলআরএসসি কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী শ্রমিকদল চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার এবং সঞ্চালনায় ছিলেন স্কপের যুগ্ম-সমন্বয়ক জাহেদ উদ্দিন শাহিন। উপস্থিত ছিলেন টিইউসি চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি ও বাংলাদেশ শ্রম সংস্কার কমিশনের সদস্য বীর মুক্তিযোদ্ধা তপন দত্ত, বাংলাদেশ লেবার ফেডারেশনের চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক নুরুল আবসার, টিইউসি চট্টগ্রাম জেলা কমিটির যুগ্ম-সম্পাদক ইফতেখার কামাল খান, বিএফটিইউসির যুগ্ম-সম্পাদক রিজওয়ানুর রহমান খান, জাতীয়তাবাদী শ্রমিকদলের বিভাগীয় কমিটির প্রচার সম্পাদক শফিকুর রহমান এবং টিইউসি’র কেন্দ্রীয় সংগঠক ফজলুল কবির মিন্টু প্রমুখ। বিজ্ঞপ্তি