চট্টগ্রাম শিক্ষা বোর্ডের নতুন পদায়নকৃত চেয়ারম্যান অধ্যাপক ইলিয়াস উদ্দিন আহমদের সাথে শিক্ষার্থীদের নিয়ে কাজ করা সংগঠন চট্টগ্রাম অভিভাবক ফোরাম নেতৃবৃন্দের এক সৌজন্য সাক্ষাৎ শিক্ষা বোর্ডে অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম অভিভাবক ফোরামের আহবায়ক (ভারপ্রাপ্ত) মো. জানে আলম চৌধুরীর নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সৌজন্য সাক্ষাতে অভিভাবক ফোরামের নেতৃবৃন্দ শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যা কথা তুলে ধরেন। অতিরিক্ত ফি, কোচিং বাণিজ্যসহ ভর্তি বাণিজ্য, ক্লাশে শিক্ষকদের অনিয়মিত উপস্থিতিসহ অন্যান্য বিষয় সমূহ তুলে ধরেন। বোর্ড চেয়ারম্যান উপরোক্ত সম্যসা সমাধানে নেতৃবৃন্দকে আশ্বস্থ করেন এবং একসাথে শিক্ষা মান উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। সৌজন্য সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন যুগ্ম-আহŸায়ক, কাজী মোবারক হোসেন, রাশেদুল আজম মঞ্জুর, অধ্যক্ষ মো. নুরুল ইসলাম, মুসলেহ উদ্দিন চৌধুরী, মফিজুর রহমান চৌধুরী, লায়ন একেএম ফজলে এলাহী টিপু, মো. খোরশেদ আলম, লায়ন মোহাম্মদ সাজ্জাদ উদ্দিন, পরিবেশবিদ ইমতিয়াজ আহমেদ, সাংবাদিক রাশেদুল আজীজ, মোহাম্মদ নজরুল ইসলামসহ অন্যান্যরা। বিজ্ঞপ্তি