চট্টগ্রাম শিক্ষা কল্যাণ (চশিক) ফাউন্ডেশন মেধাবৃত্তি পরীক্ষা প্রতি বছরের ন্যায় এবারো গত ২৫ অক্টোবর নগরীর চকবাজারস্থ পেরেন্টস্ কেয়ার স্কুল এন্ড কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হয়। নগরীর স্বনামধন্য প্রতিটি স্কুলের ১ম থেকে ১০ শ্রেণীর প্রায় ৭৫০ ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরীক্ষা পরিদর্শনে গিয়ে প্রধান পরিদর্শক চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ (সাবেক) প্রফেসর মো. আবুল হাসান বলেন, এ ধরণের পরীক্ষার মাধ্যমে বর্তমান সরকারের আধুনিক ও ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন অনেকটা বাস্তবায়িত হবে। তিনি বলেন, নতুন প্রজন্মকে যত বেশি সুশিক্ষায় শিক্ষিত করা যাবে, তত বেশী দেশ এগিয়ে যাবে। আজকের এই শিশুরাই আগামী দিনে দেশের নেতৃত্ব দিবে। এ সময় তাঁর সাথে ছিলেন চশিক ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যক্ষ ডা. আবদুল করিম। পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন চশিক ফাউন্ডেশনের সেক্রেটারি অধ্যাপক ডা. সরওয়ার আলম, অর্থ সচিব অধ্যাপক সুবল আচার্য্য, পরিচালক এড. ডা. মো. ছমি উদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা ডা. এম. এ ফজল, শিক্ষিকা জোহরা আবজুন শিউলি, রেভা রাণী দাশ, নিপা পোদ্দার, উমা পাল, আয়েশা আমান, নাজনীন আক্তার, এন এইচ নিরব, মিজানুর রহমান মিজান, জাবেদ হোসেন, আনিসুল ইসলাম, সানজিদা প্রমুখ। বিজ্ঞপ্তি