চট্টগ্রাম লেখিকা সংঘের মাসিক সাহিত্য সভা

1

চট্টগ্রাম লেখিকা সংঘের মাসিক সাহিত্য সভা গত ২৪ মে লেডিস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এবারের সাহিত্যাসরের বিষয় ছিলো রবীন্দ্রনাথ ও নজরুল। সভানেত্রী বেগম জিনাত আজমের সভাপতিত্বে ও সম্পাদিকা সৈয়দা সেলিমা আক্তারের সঞ্চালনায় এতে লেখা পাঠ ও আলোচনায় অংশ নেন অধ্যাপক এলিজাবেথ আরিফা মুবাশশিরা, অধ্যক্ষ তহুরীন সবুর ডালিয়া, কবি ফরিদা ফরহাদ, অধ্যাপক মৃণালিনী চক্রবর্তী, মহুয়া চৌধুরী, জেবারুত সাফিনা, মর্জিনা আখতার, আয়েশা পারভীন চৌধুরী, জান্নাতুল ফেরদৌস, কস্তুরী সিংহ, সৈয়দা করিমুননেসা, ফারহানা ইসলাম রুহী, শামীম ফাতেমা মুন্নী, মারজিয়া খানম সিদ্দিকা, তাহেরা বেগম, অধ্যক্ষ ছন্দা চক্রবর্তী, ফাতেমা ফেরদৌস নীপা, জায়তুননেসা জেবু প্রমুখ। বিজ্ঞপ্তি