করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাব প্রতিরোধে নগরীর বিভিন্ন স্থানে জরুরি সহায়তা কার্যক্রম পরিচালনা করছে চট্টগ্রাম রেড ক্রিসেন্ট ইউনিট। এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার জেলা ইউনিটের ভাইস চেয়ারম্যান ডা. শেখ শফিউল আজমের নেতৃত্বে কাতালগঞ্জে একুশে হাসপাতালের রিসিপশন, লিফট, প্রশাসনিক ও চিকিৎসক রুমে জীবাণুনাশক ছিটানো হয়। এছাড়া মির্জাপুল এলাকায় স্থানীয় বাসিন্দাদের মাঝে ও ফিরিঙ্গী বাজার উপলব্ধি আশ্রমে ৬৫ জন শিশুর মাঝে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করে চট্টগ্রাম রেড ক্রিসেন্ট ইউনিটের স্বেচ্ছাসেবকরা। আগ্রাবাদ চৌমুহনী বাজার এবং বহদ্দারহাটেও এ কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চসিক কাউন্সিলর নাজমুল হক ডিউক, সিটি ইউনিটের কার্যকরী পর্ষদ সদস্য এইচ এম সালাউদ্দিন, জেলা ইউনিট লেভেল অফিসার আব্দুর রশিদ খান, সিটি ইউনিট লেভেল অফ্লিসার মুহাম্মদ ইয়াহইয়া বখতিয়ার, যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের যুব প্রধান মো. ইসমাইল হক চৌধুরী ফয়সাল, প্রাক্তন যুব প্রধান এইচ এম মহিউদ্দিন ও যুব উপ-প্রধান-২ মো. মঈনুল ইসলাম। উল্লেখ্য, ৮ জন যুব স্বেচ্ছাসেবক বিশিষ্ট তিনটি কোভিড-১৯ অপারেশন টিম এ কার্যক্রমে অংশগ্রহণ করে। বিজ্ঞপ্তি