চট্টগ্রাম মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি

1

চট্টগ্রাম মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির নির্বাচন উৎসবমুখর পরিবেশে চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে সম্পন্ন হয়েছে। এতে আবির আহমেদ সভাপতি এবং সাজ্জাদ হোসাইন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গতকাল সকাল ১০টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে দুপুর ১টা পর্যন্ত। ভোটগ্রহণ শেষে বিকাল তিনটার দিকে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহ নেওয়াজ।
নির্বাচিত অন্যরা হলেন: সহসভাপতি-রাজু আহমেদ, যুগ্ম সম্পাদক-জুলকার নাঈন, সাংগঠনিক সম্পাদক-নূরনবী শাওন, অর্থ সম্পাদক-মোহাম্মদ আকিল, দপ্তর সম্পাদক-আবুল হাসনাত মিনহাজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক-ইছহাক হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক-আব্দুর রহমান ইমন, তথ্য ও গবেষণা সম্পাদক-পরিতোষ বড়ুয়া রানা, কার্যনির্বাহী সদস্য গাজী গোফরান। ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের সভাপতি কাজী আবুল মনছুর, রূপালি বাংলাদেশের চট্টগ্রাম ব্যুরো প্রধান জালাল উদ্দীন সাগর প্রমুখ। বিজ্ঞপ্তি