হাটহাজারী প্রতিনিধি
চট্টগ্রাম শিক্ষা বোর্ড ২০২৫ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় ব্যবসায় শিক্ষা বিভাগে শীর্ষ ২০ জনের তালিকায় নবম স্থান অর্জন করেছে পার্বত্য জেলা রাঙামাটির কৃতি সন্তান প্রিয়ন্ত চৌধুরী। সে উত্তর চট্টলার ঐতিহ্যবাহী হাটহাজারী সরকারি কলেজের ছাত্র। পরীক্ষায় ১৩০০ নম্বরের মধ্যে সে সর্বমোট ১১৭৮ নম্বর পেয়েছে।
প্রিয়ন্ত রাঙামাটি জেলা সদর বনরূপা এলাকার বাসিন্দা নশু চৌধুরী ও প্রিয়াংকা চৌধুরীর জ্যেষ্ঠ পুত্র। তার পিতা পেশায় একজন ক্ষুদ্র ব্যবসায়ী। মধ্যবিত্ত পরিবারে জন্ম নেয়া প্রিয়ন্ত রাঙামাটি জেলার লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের প্রাথমিক ও মাধ্যমিক এবং হাটহাজারী সরকারি কলেজ হতে উচ্চ মাধ্যমিকের গÐি পার হতে তাকে অনেকটা প্রতিক‚ল পরিস্থিতির মোকাবেলা করতে হয়েছে।
গ্রামের বাড়ি রাঙামাটি হলেও সে হাটহাজারী সরকারি কলেজে পড়াশোনা করত বিধায় তাকে কখনও কলেজের অদূরে পৌরসভা কলাবাগান এলাকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পড়ুয়া পিসতুতো ভাই সজীব চৌধুরীর সাথে, আবার কখনও মামা অয়ন বৈদ্যের বাসায় থাকতে হয়েছে। এরমধ্যে তার পরিবার পড়াশোনার খরচ মেটাতে হিমশিম খেত বলে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিত জ্যাঠা আশু চৌধুরী।
প্রিয়ন্ত চৌধুরীর এমন সফলতা অর্জনে বাবা ও মা উভয়ে গর্বিত। তারা বলেন, ছেলের সাফল্য আমাদের পরিবারের জন্য গর্বের। পরিবারের নানা অভাব-অনটনের ভিতরে কঠিন পরিশ্রমের মাধ্যমে প্রিয়ন্ত ভালো ফলাফল করে বোর্ডে সেরা ১০জনের মধ্যে একজন হয়েছে। আমাদের ছেলের জন্য সকলের কাছে দোয়া ও ভালোবাসা কামনা করছি।
এদিকে প্রিয়ন্তের এ অর্জনে হাটহাজারী সরকারি কলেজে আনন্দের আবহ বিরাজ করছে। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ও উপাধ্যক্ষসহ শিক্ষক-শিক্ষার্থীরা তাকে অভিনন্দন জানিয়েছেন। কলেজের শিক্ষক-শিক্ষিকারা আশা প্রকাশ করেছেন, প্রিয় ছাত্র প্রিয়ন্তের এমন ঈর্ষণীয় সাফল্য পুরো হাটহাজারীর জন্য অনুপ্রেরণার। সে ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জন করে দেশের গর্ব হয়ে উঠবে।
বিষয়টি নিশ্চিত করে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ প্রফেসর জাহিদ মাহমুদ বলেন, হাটহাজারী সরকারি কলেজের শিক্ষার্থী প্রিয়ন্ত চৌধুরী এইচএসসি পরীক্ষার ফলাফলে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ব্যবসায় শিক্ষা বিভাগের শীর্ষ ২০ জন শিক্ষার্থীর মধ্যে নবম স্থান অর্জন করেছে। তার এ চমকপ্রদ ফলাফলে আমরা গর্বিত।
প্রিয়ন্ত চৌধুরী তার তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, আমি চাই ভবিষ্যতে দেশের ভালো পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে আরও ভালো ফলাফল অর্জন করতে। তাই, আমি আমার সকল শিক্ষক-শিক্ষিকা এবং পাড়া-প্রতিবেশীসহ শুভাকাঙ্ক্ষীদের একান্ত সহযোগিতা কামনা করছি।
এবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এইচএসসিতে শহরের বাইরে মফস্বলে ঈর্ষণীয় সাফল্য দেখানো উত্তর চট্টগ্রামের ঐতিহ্যবাহী হাটহাজারী সরকারি কলেজ থেকে ১ হাজার ২০৬ জন পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ৯৮১ জন। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ৭১ জন; পাসের হার ৮১.৩৪%। যেখানে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার মাত্র ৫২.৫৭%।











