চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্লাবের ইফতার মাহফিল

0

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্লাব ক্যাম্পাসের উদ্যোগে ক্লাব (ক্যাম্পাস) ভবনে পবিত্র মাহে রমজান উপলক্ষে গত ৬ মার্চ দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্লাব (ক্যাম্পাস)-এর সভাপতি ও রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আতিয়ার রহমান। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্লাব (ক্যাম্পাস) এর কার্যনির্বাহী কমিটির সদস্য প্রফেসর ড. কাজী মো. বরকত আলীর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও উপস্থিত ক্লাব সদস্যদের উদ্দেশ্যে পবিত্র মাহে রমজানের তাৎপর্য বিষয়ে আলোচনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ আবু দাউদ মুহাম্মদ মামুন। উপাচার্য তার বক্তব্যের শুরুতে উপস্থিত অতিথিবৃন্দ এবং ক্লাব সদস্যদের পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও মোবারকবাদ জানান। তিনি বলেন, পবিত্র মাহে রমজানে সংযমী থাকার মাধ্যমে অন্যের কষ্ট উপলব্ধি করতে শেখা যায়। তিনি আরও বলেন, মহান আল্লাহর নৈকট্য লাভের অন্যতম পথ হচ্ছে পবিত্র মাহে রমজানে রোজা রাখা। মহান আল্লাহ রোজাদারকে নিজ হাতে পুরস্কৃত করবেন। চবি ক্লাব (ক্যাম্পাস) এর সভাপতি প্রফসর ড. মো. আতিয়ার রহমান তার সমাপনী বক্তব্যে সকলকে ধন্যবাদ জানান এবং পারস্পরিক সম্পর্ক দৃঢ় করার ক্ষেত্রে ইফতার মাহফিলসহ ইসলামী সাংস্কৃতিক কর্মকান্ডের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। সবশেষে তিনি দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। বিজ্ঞপ্তি