চট্টগ্রাম বিভাগের উড়ন্ত সূচনা বরিশালকে হারাল ১০৬ রানে

1

স্পোর্টস ডেস্ক

নুসরাত জাহান তন্নী ওপেনিংয়ে নেমে শেষ অবধি খেলে করলেন হার না মানা ৫৫ রান। অন্যদিকে ওয়ান ডাউনে লেকি চাকমা খেললেন আরেক দূরন্ত ফিফটি (৫৯)। বুধবার খুলনা বিভাগীয় স্টেডিয়ামে মূলত এই তন্নী-লেকির জোড়া ফিফটিতেই চট্টগ্রাম বিভাগের কাছে এক প্রকার উড়ে গেলো বরিশাল। জাতীয় অনুর্ধ ১৮ নারী টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে চট্টগ্রাম পেলো গুরুত্বপূর্ণ ২ পয়েন্ট।
টস হেরে প্রথমে ব্যাট করে দারুন এক সূচনা এনে দেন চট্টগ্রামের দুই ওপেনার ইশা ও তন্নী। সপ্তম ওভারের শেষ বলে দলীয় ৬৭ রানে ইশা ২৭ রানে আউট হয়ে গেলেও অপর প্রান্তে তন্নী ছিলেন অবিচল। দ্বিতীয় উইকেট জুটিতে লেকি চাকমাকে নিয়ে শেষ করেন পুরো ২০ ওভার। তন্নী করেন ৫০ বলে ৫৫। আর লেকির ব্যাট থেকে আসে ৪২ বলে হার না মানা ৫৯ রান। চট্টগ্রামের রান গিয়ে দাঁড়ায় ১ উইকেটে ১৬৪।
পরে ব্যাট করে চট্টগ্রামের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে বরিশাল নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে মাত্র ৫৯ রান করে। খেলায় সর্বাধিক রান সংগ্রহকারী চট্টগ্রাম বিভাগের লেকি চাকমা হন প্লেয়ার অব দ্যা ম্যাচ।
বিশাল ব্যবধানে জয়ের মাধ্যমে টুর্নামেন্টে শুভসূচনা করায় দারুন খুশি টিম ম্যানেজার শাহনেওয়াজ রিটন। তিনি এ জন্য মহান আল্লাহ্ রাব্বুল আ’লামিনের শুকরিয়া আদায়ের সাথে খেলোয়াড়-কর্মকর্তাদেরও অভিনন্দন জানিয়েছেন।