চট্টগ্রাম বিভাগীয় অনূর্ধ্ব ১৪ ক্রিকেট দলের সিলেকশন ও স্কিল ক্যাম্প ১ ফেব্রæয়ারি শুরু

1

চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় অনূর্র্ধ্ব ১৪ ক্রিকেটারদের সিলেকশন ও স্কিল ক্যাম্প আগামী ১ ফেব্রæয়ারি বন্দর নগরীর সাগরিকা মহিলা ক্রীড়া কমপ্লেক্সে শুরু হচ্ছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি পরিচালিত এই ক্যাম্পে অংশ নেবে ইতোপূর্বে বিভাগের বাছাইকৃত ১১ জেলার ৫৫ ক্রিকেটার।
বিসিবি ইয়ং টাইগার্স অনূর্র্ধ্ব-১৪ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা ২০২৫ এর জন্য চট্টগ্রাম বিভাগীয় অনূর্র্ধ্ব-১৪ দল গঠন কল্পে এই ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। ক্যাম্প সুষ্ঠুভাবে পরিচালনা উপলক্ষে বিভাগীয় ক্রীড়া সংস্থার এক প্রস্তুতি সভা সোমবার সন্ধ্যায় এম এ আজিজ স্টেড়িয়ামস্থ সংস্থা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, জাতীয় ক্রীড়া পরিষদের উপ-পরিচালক ও বিভাগীয় ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব মো. সিহাব উদ্দিন, সদস্য সৈয়দ আবুল বাশার, মো. হাফিজুর রহমান ও শাহনেওয়াজ রিটন। বৈঠকে সিলেকশন ক্যাম্পের জন্য নির্বাচিত ক্রিকেটারদের ১ ফেব্রুয়ারি সকাল ১১ টায় চট্টগ্রাম বিভাগীয় কোচের কাছে রিপোর্ট করার জন্য অনুরোধ করা হয়। এছাড়া পুরো আয়োজন সার্বিক তদারকির জন্য সংস্থার নব গঠিত অ্যাডহক কমিটির সদস্য মো. হাফিজুর রহমানকে দায়িত্ব প্রদান করা হয়।
উল্লেখ্য, চট্টগ্রাম বিভাগীয় অনুর্ধ-১৪ ক্রিকেট দল গঠন কল্পে এই সিলেকশন ক্যাম্পের প্রথম পর্ব ৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।
সেখান থেকে সেরা ২০ জনকে বাছাই করে একই ভেন্যুতে চলবে পরবর্তী ১০ দিনের স্কিল ক্যাম্প। নির্বাচিতদের মধ্যে থাকবে ৮ জন ব্যাটার, ৬ জন পেস বোলার, ৪ জন স্পিন বোলার ও ২ জন উইকেটকিপার।