চট্টগ্রাম বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজিতে (সিবিইউএফটি) “ওImportance & Variation of Trims & Accessories for Manufacturing Garments” বিষয়ক সেমিনার ২৫ জুন অনুষ্ঠিত হয়। সিবিইউএফটি’র ডীন মো. মশিউর রহমানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ওবায়দুল করিম। বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার প্রফেসর প্রদীপ চক্রবর্ত্তী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিবিইউএফটি’র এপারেল মার্চেন্ডাইজিং এন্ড ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক ইমন বিশ্বাস শুভ। তিনি পোশাক শিল্পে টেকসই উন্নয়নের লক্ষ্যে পোশাকের গুনগতমান নিশ্চিতকরণে প্রযুক্তিগত কলাকৌশল ব্যবহারের উপর আলোকপাত করেন। পোশাক উৎপাদনে ক্লথিং মেটারিয়ালসের প্রয়োজনীয়তা ও এর যথাযথ ব্যবহারের নানা দিক নিয়ে আলোচনা করেন। সেমিনারে বিপুল সংখ্যাক শিক্ষার্থীসহ ফ্যাকাল্টিবৃন্দ ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি