চট্টগ্রাম বন্দর সংযুক্ত শ্রমিক কর্মচারী ফেডারেশনের প্রতিবাদ সভা

1

গত ৯ মে চট্টগ্রাম বন্দর পোর্ট কলোনি ১২ নং রোডে শহীদ মিনার সামনে সভা অনুষ্ঠিত হয়। স্বৈরাচারীর ফ্যাসিষ্ট শেখ হাসিনা মনোনীত আন্তর্জাতিক মাফিয়া ডিপি ওয়ার্ল্ড কে বন্দর এনসিটি হস্তান্তরের প্রতিবাদে শ্রমিক জনসভায় সভাপতিত্ব করেন মোহাম্মদ হারুন, সঞ্চালনা করেন তসলিমা হোসেন সেলিম। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় শ্রমিক সম্পাদক চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ এ এম নাজিম উদ্দিন। প্রধান বক্তা ছিলেন জাতীয়বাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ আনোয়ার হোসেন। বিশেষ বক্তা ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক চট্টগ্রাম বন্দর সংযুক্ত শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কাজী কাজী শেখ রুল্লাহ বাহার। বক্তব্য রাখেন বন্দর শ্রমিক দলের শ্রমিক নেতা ইব্রাহিম খোকন, স্টাফ ইউনিয়নের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, স্টাফ হাউজ গেইং আহব্বায়ক আক্তার হোসেন, লাইসেন্স গেইং এর সভাপতি ইকবাল হোসেন, বন্দর শ্রমিক দলের সুমন, মো. হুমায়ুন, সামসু মিয়া টুকু, ডক শ্রমিক দলের নেতা আবুল কাশেম, মোহাম্মদ ফারুক, ওয়ার্চম্যানের কামরুল হাসান সহ অন্যান্য শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় প্রধান অতিথি এ এম নাজিম উদ্দিন তার বক্তব্য বলেন, চট্টগ্রাম বন্দর নিজস্ব অর্থায়নে আন্তর্জাতিক মানের একটি টানির্মাল নির্মাণ করা হয়েছে। এটি নিয়ে কেন এত ষড়যন্ত্র মাফিয়াচক্র? ফ্যাসিবাদ পালিয়ে গেছে আজকে তার আদর্শ বাস্তবায়ন যারা করতে চায় তারা ফ্যাসিবাদকে প্রতিষ্ঠা করতে চায়। প্রধান বক্তা শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি আলহাজ আনোয়ার হোসেন তার বক্তব্য বলেন, চট্টগ্রাম বন্দরের অতীতের অনেক ইতিহাস রয়েছে শ্রমিকের দাবি আদায়ের। শ্রমিকেরা জীবনের ঝুঁকি নিয়ে তাদের দাবির প্রতি ঐক্যবদ্ধ সংগ্রামের মাধ্যমে আদায় করে নিয়েছে। বিশেষ বক্তা কাজী শেখরুল্লাহ বাহার বলেন, শ্রমিকেরা নিজের জীবন দিতে প্রস্তুত কিন্তু তাদের দাবির প্রতি অকুত্যসমর্থন ব্যর্থ করে সকালে ঐক্যবদ্ধ প্রতিজ্ঞা শপথ নিয়েছেন। বিজ্ঞপ্তি