চট্টগ্রাম বন্দর বিদেশিদের কাছে লীজ দেয়ার সিদ্ধান্ত দেশ বিক্রির শামিল: বাসদ

2

বন্দরের নিউমুরিং টার্মিনাল বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়া ও রাখাইন প্রদেশে কথিত মানবিক করিডোরের নামে বাংলাদেশকে সাম্রাজ্যবাদী যুদ্ধে জড়ানোর চক্রান্তের প্রতিবাদে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ, চট্টগ্রাম জেলা শাখার বিক্ষোভ সমাবেশ গত ৩ জুন নগরের নিউমার্কেট মোড়ে অনুষ্ঠিত হয়। বাসদ চট্টগ্রাম জেলার সদস্য আহমদ জসিমের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন বাসদ চট্টগ্রাম জেলা শাখার ইনচার্জ আল কাদেরী জয়, বাসদ চট্টগ্রাম জেলা শাখার সদস্য হেলাল উদ্দিন কবির, মহিন উদ্দিন, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম চট্টগ্রাম জেলা আহব্বায়ক জুবায়ের বীনা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চট্টগ্রাম নগর শাখার সভাপতি মিরাজ উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা বলেন, চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনালে নিজস্ব সক্ষমতা ও কনটেইনার উঠা নামানোর স্বাভাবিক ক্ষমতা থাকা সত্বেও বিদেশী কোম্পানির হাতে লীজ দেওয়ার যে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে তা দেশের স্বার্থের পরিপন্থী। চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়া হলে সামগ্রিকভাবে ক্ষতিগ্রস্ত হবে দেশের অর্থনীতি। এ সিদ্ধান্ত থেকে অবিলম্বে সরে আসতে হবে। চট্টগ্রাম বন্দর বিদেশিদের কাছে লীজ দেয়ার সিদ্ধান্ত দেশ বিক্রির শামিল। অন্তর্বতীকালীন সরকার এখতিয়ার বহির্ভূতভাবে সাম্রাজ্যবাদের স্বার্থ রক্ষায় রাখাইনে মানবিক করিডোর দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে। ফলে একে কেন্দ্র করে দেশের সীমান্ত অঞ্চল যুদ্ধ উন্মাদনা পরিস্থিতি তৈরি হতে পারে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব তখন হুমকির মুখে পড়তে পারে। বিজ্ঞপ্তি