বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চট্টগ্রাম মহানগরীর প্রধান উপদেষ্টা ও সাবেক এমপি আলহাজ শাহজাহান চৌধুরী বলেন, চট্টগ্রাম বন্দর হচ্ছে বাংলাদেশের অর্থনীতির প্রাণ। দেশের বিশ কোটি মানুষের প্রাণ। চট্টগ্রাম বন্দর নিয়ে দেশের স্বার্থবিরোধী কোনো চক্রান্ত সহ্য করা হবেনা। বন্দরে কোনো দুর্নীতি ও লুটপাট চলতে দেওয়া হবে না। বন্দরকে কেন্দ্র করে ইসলামী শ্রমিক সংঘের ষোলো দফা দাবি মেনে নিতে হবে। পাশাপাশি আমরা আরও দাবি জানাই, শ্রমিক সন্তানদের লেখাপড়ার পূর্ণদায়িত্ব সরকারকে নিতে হবে। শ্রমিকবান্ধব ও দুর্নীতিমুক্ত বন্দর গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করতে হবে। চট্টগ্রাম বন্দর ইসলামী শ্রমিক সংঘের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান চৌধুরী উপরোক্ত কথা বলেন। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বন্দর থানা সভাপতি আবু তালেব চৌধুরী ও শ্রমিক সংঘের সভাপতি হেলাল উদ্দিনের সভাপতিত্বে এবং বন্দর থানা সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম আদনান ও শ্রমিক সংঘের সহ-সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়ার সঞ্চালনায় উক্ত কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান এবং কেন্দ্রীয় সহ-সম্পাদক ও চট্টগ্রাম মহানগরী সভাপতি এসএম লুৎফর রহমান। বিশেষ অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন, বিগত ষোলো বছর ধরে ফ্যাসিবাদী শাসনামলে সারাদেশের মানুষ ছিল অধিকার বঞ্চিত। একইভাবে শ্রমিক অঙ্গন ও শ্রমসেক্টরগুলো ও ফ্যাসিবাদের দোসর সন্ত্রাসী, চাঁদাবাজ, টেন্ডারবাজদের দৌরাত্মে জর্জরিত ছিল। শ্রমিকলীগের এ সকল সন্ত্রাসী শ্রমিকদের সব সময় ভীতিকর পরিবেশের মধ্যে রাখত। শ্রমিক জনতা শ্রমিক ময়দানে সে সব সন্ত্রাসী ও চাঁদাবাজদের আর দেখতে চায় না। নতুন বাংলাদেশে নতুন নেতৃত্বে আমর শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে ভূমিকা পালন করতে চাই। সম্মেলনে বক্তব্য রাখেন ফেডারেশনের বন্দর থানার উপদেষ্টা মাহমুদুল আলম, শ্রমিক সংঘের সাবেক সভাপতি কাজী জাহাঙ্গীর হোসেন, শ্রমিক সংঘের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইয়াছিন, ৩৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শফিউল আলম, সংঘের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা আবুল কালাম মল্লিক, আব্দুর রহিম পাঠান, সিএন্ডএফ এসোসিয়েশনের অফ ডক বিষয়ক সম্পাদক ফোরকান আজাদ, বন্দর স্টাফ ইউনিয়ন সাবেক সভাপতি আবুল বশর, ডক ইসলামী শ্রমিক সংঘের সভাপতি ওমর ফারুক, উইন্সম্যান সভাপতি ওমর ফারুক, প্রাইম মুভার সভাপতি মো. মাসুদ, ফেডারেশনের ৩৬নং ওয়ার্ড সভাপতি সানাউল্লাহ আজমী, ৩৭নং ওয়ার্ড সভাপতি রফিকুল ইসলাম, ৩৮নং ওয়ার্ড সভাপতি ইব্রাহিম প্রমুখ। বিজ্ঞপ্তি